তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
তোফায়েল হোসেন (গাংনী প্রতিনিধিঃ) গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা কষ্ট হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ও জাতীয় পার্টি (জেপি)-জেলা সভাপতি আব্দুল হালিমসহ উপজেলার বিভিন্ন গ্রামের ১০ জন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।