মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন :
গাংনী’র স্ট্যাম্প ব্যবসায়ী আশরাফুল ইসলামের বিচারের দাবীতে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার সময় পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাংনী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গাংনী ট্রাফিক আইল্যান্ডের পার্শ্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেছেন, আশরাফুলের অবৈধ অস্ত্র উদ্ধার, নিখোঁজ বদি’র সন্ধানের জন্য প্রশাসনকে তৎপরতা দেখাতে হবে। এছাড়া সরকারী জায়গায় ও সরকারী নিয়মে জমি রেজিস্ট্রি করার জন্যও প্রশাসনের কাছে দাবী জানান হয়।
উল্লেখ্য যে, আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় পুলিশ ১ দিনের রিমান্ডে নিলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মেয়র আহমেদ আলী।
