মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী সিরাজুল ইসলাম মাস্টার আজ শনিবার বিকাল ২ টার সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
মরহুমের স্ত্রী ৩ ছেলে বন্ধুব বান্ধব,আত্মীয় স্বজন রেখে গেছেন। সে ভোলাডাঙ্গা গ্রামের হেদায়াতুল্লাহর ছেলে ও ভোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মানিকদিয়া ১১ পাড়া ইদগাহ কমিটির সাধারণ সম্পাদক সহ এলাকার বহু সামাজিক সংগঠনের গুরত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়ীত্ব পালন করেছেন।
আজ বিকাল ৫ টার সময় ভোলাডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি)এমরান আহম্মেদ, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী সহ এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিতছিলেন।
