মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া বাজারে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহরাব হোসেন (৪২) নামে এক ভূয়া পল্লী চিকিৎসকের ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-২০০৯ এর ২৯ ধারায় দোষী প্রমানিত হওয়ায় তার এই জরিমানা।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন শারমিন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কথিত চিকিৎসক সোহরাব হোসেন প্রতারণা করে নওপাড়া বাজারের লিমা ফার্মেসীতে নিজেকে নাক, কান ও গলা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং ৪০ হাজার টাকা জরিমানা করেন।
