নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভয়াবহ এ অগ্নি কান্ডের ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের নজরুল ইসলাম (নজু) এর বাড়িতে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, মশা তাড়ানোর জন্য চুলার ছা্ইযুক্ত আগুন গোয়াল ঘরের পাশে রাখা হয়। ওই আগুন থেকে রাত সাড়ে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বামন্দী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ৫টি ছাগল পুড়ে মারা যায়, ৩টি ছাগল গুরুতর আহত হয়, নজরুলের স্ত্রী আগুন থেকে মালামাল স্থানান্তরের চেষ্টা করতে গেলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য সাহাবুদ্দীন জানান, অগ্নি কান্ডের ঘটনা শোনা মাত্রই বামন্দী ফায়ার সার্ভিসে যোগাযোগ করেছি। তারা এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় দেড় থেকে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।