মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কেন্দ্রীয় মন্দীরে মহাষ্টমী পূজা ও পূষ্পাঞ্জলী অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
গাংনী কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির আয়োজনে রবিবার বেলা ১১টা থেকে মন্ত্র পাঠের মাধ্যো দিয়ে পুরোহিত মশাই মহাষ্টমী পূজা আর্চনা শুরু করেন।
এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের দেবী দূর্গার পায়ে ফুল ও নানান রকমের উপহার সামগ্রী দিয়ে ভক্তি প্রণাম জানান। মন্দীরের পূরোহিত চন্ডি পাঠের মধ্যে দিয়ে দেবীর আরাধনা শেষে জাতির কল্যাণে প্রার্থনা করেন।
পূষ্পাঞ্জলী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা প্রোকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, ইসলামীয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারি টেকনিশিয়ন ডাঃ অশোক চন্দ্র বিশ্বাস প্রমুখ।