মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল:
মাধ্যমিক স্তরের শিক্ষকদের ১৫ দিন ব্যাপী আইসিটি স্কিল এন্ড টিচার্স লেড কনটেন্ট ডেভলপমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ বুধবার মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আইসিটি স্কিল এন্ড টিচার্স লেড কনটেন্ট ডেভলপমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশিক্ষণ কোর্স পরিচালক আব্দুস সালাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারী আফজাল হোসেন, কোর্স প্রশিক্ষক আসলাম ফেরদাউস, ওয়াহিদুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন। প্রশিক্ষণ কোর্সটি ৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত চলবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর তত্বাবধানে “বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজিলা লেভেল” প্রকল্পাধীন এর আওতায় প্রথম পর্যায়ে গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের ১৫ জন শিক্ষক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।