মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ মে:
গাংনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মজিরুল ইসলামের গাংনী হাসপাতাল বাজার এলাকার অফিস ঘরের পিছন থেকে একটি বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে থানায় নেয়।
যুবলীগ নেতা মজিরুল ইসলামের হাসপাল বাজার এলাকার অফিস ঘরের পিছনে একটি বালি ভর্তি বালতির মধ্যে লালটেপ মোড়ানো বোমাটি ছিল বলে যুবলীগ নেতা আশিকুল ইসলাম আকাশ নিশ্চিত করেছেন।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, এলাকায় ভয়ভীতি ও নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমাটি রেখেছে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। বোমাটি উদ্ধার করে নিস্কৃীয় করার জন্য গাংনী থানায় নেওয়া হয়েছে।