মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগস্ট:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুলবাড়িয়া ও চৌগাছা গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ টি শক্তিশালী বোমা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। তবে বোমা কিংবা গাঁজা রাখার দায়ে কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব জানায়,আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার কুলবাড়িয়া অভিযান চালায়। তারা গ্রামের বজলুর রহমানে বাড়ির পাশ থেকে একটি বোমা উদ্ধার করে।
অপরদিকে একই দিন র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার চৌগাছা গ্রামের তাহেরের বাড়ির সামনের সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করে।
