মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের আনন্দবাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে হেমায়েতপুর ক্যাম্প পুলিশ। উদ্ধার করা বোমাটি বেশ শক্তিশালী বলে পুলিশ জানিয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা লক্ষে ক্যাম্প চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। তবে বোমা রাখার দায়ে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, উদ্ধার করা বোমাটি কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। ধারনা করা হচ্ছে, এলাকায় কোনো নাশকতা ঘটানোর জন্য বোমাটি সেখানে রাখা হয়েছিল।
পুলিশ জানায়,আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী উপজেলার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রকাশ কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় আনন্দবাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে বোমাটি উদ্ধার করে।
