মেহেরপুরের গাংনীতে সাপে কেটে জীবন আহম্মেদ সুজন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নিজ শয়ন কক্ষে বিষধর সাপে কাটলে মেহেরপুর হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
নিহত জীবন আহম্মেদ সুজন মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে। তিনি আনছার ব্যাটলিয়ন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ছুটিতে বাড়ি আসেন সুজন। ভোরে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাতের আঙ্গুলে একটি বিষধর সাপ দংশন করে। প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাংনীর এক মহিলা কবিরাজের কাছে নেয়া হয়।
কবিরাজের কাছে ঝাড়-ফুঁক করার পর অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে দুপুর সাড়ে বারটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে সুজনের অকাল মৃত্যুতে পিতামাতা, স্ত্রী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
# গাংনী অফিস #