সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে শৈতপ্রবাহ,মৃদু বাতাস ও ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের তীব্রতা বেড়েছে। প্রচন্ড শীতের কারণে কর্মমুখি মানুষদের কষ্টের শিকার হতে হচ্ছে। তারপর জীবন জীবিকার তাগিদে গরম কাপড় জড়িয়ে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে।
গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা শ্রমিক আনারুল ইসলাম জানান প্রচন্ড শীত পড়ছে। তারপরও পেট তাে আর বসে থাকবেনা। তাই মাঠে ধান রােপনের কাজ করতে এসেছি। আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত গাংনীর কােথাও সূর্যের দেখা মেলেনি। এদিকে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।