মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নছিমন যাত্রী তরিকুল(২৫)। নিহত তারিকুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তাঁরাগুনিয়া গ্রামের মজিবার রহমানের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এঘটনায় ঘাতক বাসটি কে স্থানীয়রা আটক করলেও বাস চালক পালিয়ে যায়। ঘটনার জেরে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে আড়াই ঘন্টা বাস চলাচল বন্ধ করে রাখে উত্তেজিত জনতা। পুলিশী হস্তক্ষেপে বেলা ১ টার দিক থেকে বাস চলাচল শুরু পুনরায় শুরু হয়েছে।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান,সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে আকুবপুর চটকাতলা নামক স্থানে একটি নছিমন কে কুষ্টিয়া গামী যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নছিমনে থাকা তারিকুল (২৫) নামের এক যাত্রী মারা যায় ।
