মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বীষ কোম্পানী সিনজেনটার মাঠ কর্মি লাল্টু রহমান ও আহত হয়েছে শহরের কাথুলি বাসস্ট্যান্ড পাড়ার আশরাফুল ইসলাম ।
আজ বিকেল ২ টার দিকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাল্টু মারা যায়। নিহত লাল্টু রহমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে।
আজ বৃহস্পতিবার দুপুরে সকাল ৯ টার দিকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় যাওয়ার পথে একটি চলন্ত ট্রাক ও বাসের মাঝখানে পড়ে সিনজেনটা কোম্পানীর মাঠ কর্মি লাল্টু রহমান ও মেহেরপুরের ডিলার আহত হন।
স্থানীয়রা আহত লাল্টু রহমান ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে লাল্টু রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে ডিলার আশরাফুল ইসলামের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ জানান, মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বাস ও মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মাঝখানে পড়ে তারা আহত হন।
