তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌরসভার হাটবোয়ালিয়া রোডে হালিম হার্ডওয়ারের দোকানে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার রাত দশটার দিকে পথচারীরা দোকানের মধ্যে আগুন দেখে দোকান মালিক আব্দুল হালিমকে সংবাদ দেয়। আব্দুল হালিম গাংনী ঈদগাপাড়ার নবীছদ্দিন এর ছেলে। দোকান মালিক আব্দুল হালিম আসার পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দোকান মালিকের শ্যালক বোরহান উদ্দিন জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, হার্ডওয়ারের দোকানে আগুনের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।