গাংনী প্রতিনিধি :
কোটা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মেহেরপুরের গাংনীতে হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার দিবাগত রাতে গাংনী কেন্দ্রীয় পূজা মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডাক্তার অশােক চন্দ্র বিশ্বাস, হিন্দু সম্প্রদায়ের নেতা ও গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক বাবু সুকেশ চন্দ্র বিশ্বাস।