মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ফেব্রয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার সন্ধানী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি খেলায় এক শিক্ষকের ছোড়া সাড়ে ৭ কেজি ওজনের গোলক বলের আঘাঁতে জয় (১৪) নামের এক ছাত্র আহত হয়েছে। আহত জয় সন্ধানী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ও হাড়াভাঙ্গা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান,আজ বুধবার বেলা ১২ টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি খেলায় বাংলাবিভাগের শিক্ষক আবুল কাশেম সাড়ে ৭ কেজি ওজনের একটি গোলক বল ছোড়লে অসাবধনতা বশত:ওই শিক্ষার্থীর মাথার ওপর গিয়ে পড়ে।
মূমূর্ষ অবস্থায় জয়কে গাংনী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ আনোয়ারুল ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করেন।
ডাঃ আনোয়ারল ইসলাম মেহেরপুর নিউজ কে জানান, আহত ছাত্র জয়ের অবস্থা আশংকাজনক। তার মাথার বাম পার্শ্বে মারাত্বক ইনজুরি হয়েছে।
