মো:আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার আওয়ামীলীগ নেতা আকমল হোসেন হত্যা মামলার ৬৫ জন বিএনপি নেতা কর্মী আদালতে সশীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করেছেন।
আকমল হোসেন হত্যা মামলার প্রধান আসামীসহ ৬৫ জন বিএনপি নেতা কর্মী মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট বৈজন্ত কুমার বিশ্বাস আসামীদের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এসময় আদালত চত্বরে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন এবং মেহেরপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনসহ কয়েক হাজার বিএনপি নেতা কর্মি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গাংনী পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনকে রাতের আধারে দূবৃত্তরা হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ও পরে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্র্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর তিনি মারা যান।
এব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতা গাংনী উত্তরপাড়ার টিপু বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় গাংনী উপজেলা বিএপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুর জামান বাবল, ইনসারুল হক ইনসু, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান ডাবু ,গাংনী পৌর যুবদলের সম্পাদক শাজাহন সেলিম,গাংনী পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম, বিএনপি নেতা ও গাংনী টেকনিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন,তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য সালাউদ্দীন আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুছ, যুবদল নেতা গোলাম মোস্তফা ডাকু, জোড়পুকুরীয়া জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ হেলু, কাথুলি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আকবর, জামান হোসেন, ছাত্রদল নেতা সুজন কবীর, বিএনপি নেতা আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আবুল কালাম আজাদসহ ৬২ জন বিএনপি,যুবদল ছাত্রদলের নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
পরে হাইকোর্টের বিচারক একেএম জহুরল হক ও কামরুল ইসলাম সির্দ্দীকির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে জামিনের আবেদন করলে ওই বেঞ্চ আসামীদের ২ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
সোমাবার হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তি জামিনের মেয়াদ শেষ হওয়ায় কোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইলে মেহেরপুর সিনিয়র জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস তাদের জামিন আবেদন না মুঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মেহেরপুর-জেলা বিএনপি’র সভাপতি ও গাংনী আসনের এমপি আমজাদ হোসেন আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেছেন, আওয়ামীলীগের অর্ন্তদ্বন্দ্ধে আওয়ামীলীগ নেতা আকমল হোসেন নিহত হলেও বিএনপি’র রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ও চলমান আন্দোলনকে বন্ধ করতে গাংনী উপজেলা বিএনপির ৬৫ জন নেতা কর্মির নামে মিথ্যা মামলা করেছে। বিএনপি নেতা কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজ আদালতে আত্ম সমর্পণ করেছেন।
