মেহেরপুর নিউজ, ১৯ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার অাকুবপুর মেম্বার পাড়ায় অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম ওরফে কামরুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব।
রবিবার ভোর সাড়ে চার টার দিকে ঝিনাইদহ র্যাব কোম্পানীর একটি দল এ অভিযান পরিচালনা করেন। অঅচক জাহাঙ্গীর আলম ওই গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ঘটনার সময় ঝিনাইদহ কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি উৎপল কুমার রায় ও এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে আকবপুরস্থ মেম্বার পাড়া হতে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাষ্টিকের ব্যাগে থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
