মেহেরপুর নিউজ,০৮ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ফেন্সিডিলের মালিককে সনাক্ত করতে পারলেও তাকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদে গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করেণ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জামাল উদ্দিন বলেন, উদ্ধারকৃত ফেন্সিডিলের মালিক কাজিপুর গ্রামের শিপন। সে দীর্ঘদিন ধরে একটি পরিত্যাক্ত বাসায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছে । সকালে সে ফেন্সিডিল বেচাকেনা করছে এমন সংবাদে সেখান অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় সে পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। এ ব্যাপারে শিপনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
