মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন চেয়ারম্যান ও গাংনী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি কাবুল হোসেনকে হত্যার হূমকি দিয়েছে সন্ত্রাসীরা।
আজ শনিবার সকালে রামকৃষ্ণপুর ধলা বাজারের আব্দুল মজিদের সিনজেন্টা বিষের দোকানে (কাবুল হোসেনের অস্থায়ী চেম্বার) সন্ত্রাসীরা একটি বোমা ও চিরকুটের মাধ্যমে এ হূমকি দেয়।
জানা যায়,গাংনী উপজেলার রামকৃষ্ণ ধলা বাজারের আব্দুল মজিদের সিনজেন্টা বিষের দোকানে কাথুলি ইউনিয়ন চেয়ারম্যান কাবুল হোসেনের ব্যক্তিগত চেয়ারের উপর থেকে লালটেপ মোড়ানো একটি বোমা ও চিরকুটটি দেখে তিনি ধলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবেদার গোলক চন্দ্র বিশ্বাস বোমা ও চিরকুটটি উদ্ধার করেন।
কাথুলি ইউপি চেয়ার ম্যান কাবুল হোসেন মেহেরপুর নিউজকে জানান, রামকৃষ্ণপুর বাজারে মজিদের সিনজেনটা বিষের দোকানে আমি নিয়মিত বসি । আজ সকালে যেয়ে দেখি আমার চেয়ারের ওপরে একটি চিঠি ও বোমা সদৃশ্য বস্তু কে বা কাহারা আমাকে উদ্দেশ্যকরে ফেলে রেখে গেছে । তিনি আরো জানান,চিরকুটে লেখা ছিলো “জয় বাংলা,আর বেশী দিন নয় ,অনেক হয়েছে,৭ দিনের মধ্যে তোমাকে মারা হবে এখানেই”।
এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
