মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার চরগোয়ালগ্রামে অবস্থিত মরানদী এবং নিত্যানন্দপুর সরকারী জলাশয়ে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মনিরুজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ঝাটকা ইলিশের প্রকল্প পরিচালক জাহিদ হাবিব, গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট একে এম শফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকুলী, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলমগীর হোসেন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আশাদুজামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, গাড়াডোব ধিবর সমবায় সমিতি লিঃ এর সভাপতি দুলাল, সম্পাদক অপু চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ।
গাংনী উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম মেহেরপুর নিউজকে বলেন,গাংনী উপজেলার বিভিন্ন সরকারী জলাশায় ২০১৩ ও ২০১৪ অর্থ বছরে ৫’শ ১৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে ।
