মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ফেব্রুয়ারী:
মেহেরপুরের গাংনীর যুগিন্দা ও চৌগাছা গ্রামে শাহবাগ আন্দোলনের অন্যতম পথিকৃত দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার রাজীবের ব্লগে ধর্ম নিয়ে অবমাননাকর লেখা পোস্ট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সমমনা ইসলামী দলগুলোর নেতৃত্বে স্থানীয় মুসল্লিরা। মিছিলে পুলিশ বাঁধা দিলে মিছিলকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এসময় কাথুলী মোড় থেকে পুলিশ চৌগাছা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলামকে (৪০) আটক করে। বর্তমানে সে গাংনী থানা পুলিশ হেফাজতে রয়েছে।
অন্য দিকে যুগিন্দা গ্রাম্য জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এসময় দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ মুসল্লি আহত হয়। এদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। আহতরা হলেন,রফিকুল ইসলাম,রুহুল আমিন এবং রুহুল আমিনের ছেলে রহিম। তারা গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর গাংনী উপজেলার চৌগাছা ও যুগিন্দা গ্রামে এ বিক্ষোভ মিছিল করে সমমনা ইসলামী দলগুলোর নেতৃত্বে স্থানীয় মুসল্লিরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মেহেরপুর নিউজকে জানান,যুগিন্দা ও চৌগাছা গ্রামে মিছিল হয়েছে। তবে পুলিশ চৌগাছা থেকে মিছিল করার সময় এক জনকে আটক করেছে।তবে আটকের পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য,সারাদেশে আজ জুম্মা’র নামাজের পর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার ঘোষনা দেয় সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদসহ ইসলামী সমমনা দলগুলো।