মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থান থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব। গাংনী উপজেলার বামুন্দি ও ওলিনগর গ্রাম থেকে বোমা ৩টি উদ্ধার করে র্যাব।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে. (বিএন) সাজ্জাদ রায়হান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বামুন্দি এলাকার বিশ্বাস বিক্সস-২ এর অদুরে ১টি বোমা বিষ্ফোরিত হলে র্যাবের টহল দল ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে বিষ্ফোরিত বোমার আলামত ও অবিষ্ফোরিত ১টি তাজা বোমা উদ্ধার করা হয়। অপরদিকে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওলিনগর গ্রামের কৃষক বিনারুল ইসলামের বাড়ির সিড়ির নীচ থেকে ২টি তাজা বোমা উদ্ধার করা হয়।
