মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বাসস্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজা সহ হেলাল উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় হেলালের অপর সহযোগী কাশেম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
শনিবার সকালের দিকে গাংনী উপজেলার রামকৃষ্মপুর ধলা ক্যাম্পের এ এস আই সাইদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুল হান্নানের ছেলে হেলাল উদ্দিন ও তার সহযোগী কাশেম ১ কেজি গাঁজা সহ গাংনী উদ্যোশে আসার জন্য ধলা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে এ এস আই সাইদুল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ হেলাল আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাশেম পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের হয়েছে।
