মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা মাঠে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিনাপাড়া গ্রামের শামসুল হক ও শিমুলতলা গ্রামের বুদুই মন্ডল গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন মারাত্মক জখম হয়েছেন। এরা হচ্ছেন- বুদুই মন্ডল গ্রুপের খয়বার আলী (৫০), কাউছার (৩৫), রুবেল (২২) ও মাসিদুল (৩২) এবং শামসুল হক গ্রুপের কাশেদ (৪৫) ও মামুন (৩৫)। আহতদেরকে গাংনী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
আহত খয়বার হোসেন জানান, আজ সোমবার সকালে তাদের পৈত্রিক সম্পত্তির ২১ বিঘা জমি হঠাৎ করে মিনাপাড়া গ্রামের শামসুল হক ও তার ছেলেরা ক্রয় সুত্রে নিজেদেরকে মালিক বলে দাবী করে । এ ব্যাপারে মেহেরপুর আদালতে মামলাও হয়েছে। আজ সকাল সাড়ে ৯ ঘটিকার সময় শামসুল হকের ছেলেরা লোকজন নিয়ে জমি দখল করতে আসে। এতে বাধা দিলে তারা হামলা চালিয়ে ৪ জনকে জখম করে। এসময় আত্ম রক্ষার্থে পাল্টা হামলা চালানো হলে শামসুল হকের ছেলে কাশেদ ও মামুন আহত হয়।
অপরদিকে শামসুল হক গ্রুপের কাশেদ জানান, বুদুই মন্ডলের শরিকদের কাছ থেকে জমি কেনা হলেও বুদুই মন্ডলের ছেলেরা ওই জমি দখল দেয় না। সোমবার সকালে ওই জমি দখল নিতে গেলে তারা হামলা চালায়।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও আহতদেরকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরবর্তীতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
