মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে কাঁচামরিচ মাপার ঘটনাকে কেন্দ্র্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন,চড়াপাড়ার মুক্তার মিয়ার ছেলে শাহাজুল ইসলাম,আব্দুল হাকিম এবং বাজার পাড়ার গিয়াসউর্দ্দিন। আব্দুল হাকিম এবং বাজার পাড়ার গিয়াসউর্দ্দিন গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্য হায়াত আলীর ছেলে উকিলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শাহাজুলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে কাঁচা ঝাল মাপাকে কেন্দ্র করে বাঁশবাড়িয়া গ্রামের চড়াপাড়া ও উত্তর পাড়ার দু’জনের মাঝে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার জের ধরে রাত পৌনে ৮ টার দিকে চড়াপাড়ার মানুষ লাঠিসোঠা নিয়ে উত্তরপাড়ার মানুষদের ধাওয়া করলে উভয়ের মধ্য সংঘর্ষ বেধে যায়।হয়।
