মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগষ্ট:
মেহেরপুরের গাংনী থানার বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে থেকে ৮১ বোতল ফেনসিডিল আটক করেছে বামন্দী ক্যাম্প পুলিশ । তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বামন্দী পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ এস আই সামছুল হক আজ শনিবার সকাল ৮.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন , সীমান্তবর্তী তেঁতুরবাড়ীয়া – বামন্দী সড়ক দিয়ে একটি অটোরিকসায় ফেনসিডিলের চালান আসছে । এই সংবাদ নিশ্চিত হয়ে এস আই সামছুল হক সঙ্গীয় ফোর্স সহ ওৎপেতে থাকে। অটোরিকসাটি ক্যাম্পের সামনে এসে পৌছালে পুলিশ অটোরিকসাটিকে থামানোর নির্দেশ দেন। এবং তল্লাশি চালিয়ে চাদর দিয়ে মোড়ানো একটি পুটলার ভিতর থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন । এসময় চালক এবং দুজনযাত্রী পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সামছুল হক জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত ফেনসিডিল গাংনী থানায় জমা দেয়া হয়েছে ।
