গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে।
বুধবার সকালে চুরির ঘটনা ঘটে। বীর মুক্তিযােদ্ধা নুরুল হুদা জানান, তিনি তার ক্লিনিকে কর্মরত ছিলেন। এসময় বাড়িতে কেউ না থাকায় সুযােগ বুঝে চোরেরা বাড়ির মূল গেটের তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়। গাংনী থানা সূত্র জানায়, এ বিষয়ে কেউ অভিযােগ করেনি। তবে খােঁজখবর নেয়া হচ্ছে।