গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জাতীয় পার্টি (জাপা)’র লাঙ্গল মার্কা দলীয় প্রতীক পেয়ে মনােনিত প্রার্থী হিসাবে মনােনয়নপত্র দাখিল করেছেন মটমুড়া ইউনিয়ন (জাপা) জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম।
বৃহস্পতিবার বিকেলে তিনি সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ-আল মাসুম-এর হাতে মনােনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সেলিম,মটমুড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, সহ-সভাপতি মহর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য আগামী ১১ নভেম্বর, দ্বিতীয় ধাপে মটমুড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।