মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগস্ট:
গাংনী-কুষ্টিয়া সড়কের মালসাদহ নামক স্থানে আলগামন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হবিবুর রহমান(৩৫) নামের এক ব্যবসায়ী মারাত্নক আহত হয়েছে। আহত হবিবুরকে প্রথমে গাংনী উপজেলা হাসপতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুঠোফোনে মেহেরপুর নিউজকে বলেন,সড়ক দূর্ঘটনায় আহত হবিবুরের অবস্থা আশংকাজনক।
আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে গাংনী বাজারে ব্যবসায়ী কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ষোলটাকা গ্রামের খাইবার আলীর ছেলে ব্যবসায়ী হবিবুর রহমান। মোটরসাইকেলটি মালসদহ পেট্রোল পাম্পের সামনের সড়কে পৌছালে অপরদিক থেকে আসা আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে মোটরসাইকেল সহ সে সড়কের পাশে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়। এ ঘটনায় আলগামন চালক আলগামন ফেলে পালিয়ে যায়।