মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে কম্পিউটার, ফ্যান, নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে এক দল সংঘবদ্ধ চোর।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময়েএক দল সংঘবদ্ধ চোর বিদ্যালয়ের অফিস সহ বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে ১ টি কম্পিউটার, ১টিঁ প্রিন্টার, ৭ টি ফ্যান, নগদ ৭ হাজার টাকা, চেয়ার, টেবিলসহ নানা মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে চুরি হয়ে গেছে।
লুৎফন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন জানান, চুর যাওয়া মালামালের আনুমানিক মূল্যে লক্ষাধিক টাকা হবে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিদ্যালয়ের চুরির সত্যতা স্বীকার করেছেন।
