মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন:
৩২ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি( মিরপুর ) সেক্টরের কমান্ড্যান্ট অফিসার লেঃ কর্ণেল হামিদুন্নবী চৌধুরি বলেছেন, মাদক ও চোরাচালানীরা সমাজ ও দেশের শত্রু। দেশ ও সমাজকে এরা ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে। তাই চোরাচালানীদের চিহ্নিত করে তাদের উৎখাত করতে হবে। নইলে এদেশের ছাত্র সমাজের হাতে কোকের বোতলের মত থাকবে ফেন্সিডিলের বোতল। আর এসব শত্রুদের চিহ্নিত করতে দেশের বিবেক সাংবাদিক সমাজ একটি উল্লেখ যোগ্য ভূমিকা পারন করে থাকে। সমাজকে সচেতন করতে সাংবাদিকদের আরও ভূমিকা পালন করার অনুরোধ করেন।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা বিওপি ক্যাম্পে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় সহড়াতলা বিওপি কমান্ডার নায়ক সুবেদার মাজেদ,কাজিপুর বিওপি কমান্ডার সুবেদার শাখাওয়াত হোসেন, সহড়াতলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান নায়েক সুবেদার জুলফিকার আলী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে সীমান্তের বিভিন্ন সমস্যা তুলে ধরে ববক্তব্য রাখেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর মেহেরপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী রির্পোর্টার্স ইউনিটির সভাপতি এম এ লিংকন,গাংনী উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হদা প্রমুখ। এসময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও মানবজমিন প্রতিনিধি সাহাজুল ইসলাম সাজু, আমাদের সংবাদ প্রতিনিধি রাসেল আহমেদ, আজকের সূত্রপাত পত্রিকার জেলা প্রতিনিধি লিটন মাহমুদ, সিএনআই নিউজের জেলা প্রতিনিধি মিনারুল ইসলাম।
সমাজ থেকে মাদক ও চোরাচালালানীদের রোধ কল্পে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে সচেতনতামূলক কর্মসূচি পালনের জন্য সাংবাদিকরা বিজিবি কর্মকর্তার কাছে প্রস্তাব রাখেন সাংবাদিকরা।
