মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গাংনী উপজেলার সহড়াবড়িয়া গ্রামে নারীসহ একই পরিবারের চারজনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন, শাপলা খাতুন (৩০), শিরিনা খাতুন (৪৫), তুষার আহম্মেদ (১৬) ও মহাদ্দেস আলী (৫৩)।আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
আজ রোববার বিকেলে প্রতিপক্ষ মোকাদ্দেস মাস্টারের ছেলে টিপু ও লিপটনসহ তাদের লোকজন রামদা দিয়ে কুপিয়ে ওই চারজনকে জখম করে।
আহত শিরিনা খাতুন জানান, তার দুই বিঘা পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষ মোকাদ্দেস মাস্টার জোরপূর্বক দখল করে রেখেছিল। কিছুদিন পূর্বে আদালতের মাধ্যমে সেই জমি তাদের দখলে আসে। ওই জমিতে তার স্বামী বেড়া দিয়ে চাষ করছেন। কিন্ত প্রতিপক্ষ মোকাদ্দেস মাস্টারের ছেলে লিপটন ও টিপু বিকেলে ওই জমির বেড়া তুলে ফেলে। এ সময় তাদের প্রতিবাদ জানালে হামলা করে আহত করে।
এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আহত শিরিনা খাতুন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) আলমগীর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় নারীসহ চারজনের জখমের ঘটনা শুনেছেন।