মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীরা স্কুল শিক্ষক মনিরুল ইসলামের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। নিক্ষিপ্ত বোমায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে।
স্কুল শিক্ষক মনিরুল ইসলাম জানান,সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। আমি দিতে অপরাগতা প্রকাশ করলে তারা ভয় দেখানোর জন্য আমার বাড়ির গেটকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে।
আজ বুধবার রাত দেড়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মকলেস আলীর ছেলে স্কুল শিক্ষক মনিরুল ইসলামের বাড়িকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট্য হয়ে বাড়ির প্রধান গেটে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং বোমার আলামত উদ্ধার করে।
