মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে কুয়েত প্রবাসী তাছের মন্ডলের স্ত্রী ইসমত আক্তার হানুফাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করেছে পাষন্ড দেবর ওবায়দুল। আহত হানুফা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
জানা যায়,আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী তাছের মন্ডলের স্ত্রী হানুফা জমিজমা বিষয় নিয়ে তাছেরের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। এমন সময় তাছের মন্ডলের ভাই ভুল বুঝে তার ভাবীকে বেধড়ক পেটাকে থাকে।এত হানুফা মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান হানুফার পরিবার।
