মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামে কথাকাটাকাটির জের ধরে শ্যালক-দুলাভাইয়ের মাঝে সংঘর্ষে দু’জনই আহত। আহতরা হলেন,শ্যালক আযান গ্রামের নুর আলীর ছেলে মিরাজুল(৪৫) এবং দুলাভাই মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের শুভ থার ছেলে সাজেদুল। আহতরা বর্তমানে গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শ্যালক মিরাজুল জানান,বেশ কয়েকবছর আগে তার বোনের বিয়ে বাগোয়ান গ্রামের সাজেদুলের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। যৌতুক মাঝে মধ্যে নিয়েও ক্ষান্ত হয়না। আজ রোববার রাত ৯ টার দিকে দুলাভাই যৌতুকের দাবীতে বোনকে গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।