আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার হারদা পাটাপোকা খামার ও বিলের পাহারাদার নিজামউর্দ্দীনের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে গাংনী থানা পুলিশ। এ ব্যাপারে গাংনী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহতের স্ত্রী নাসিমা জানান,তার স্বামীর লাশ কসবা গ্রাম্য কবরস্থানে দাফন করা হবে। নাসিমা অভিযোগ করেন,শারীরিক অসুস্থতার কারণে তার স্বামী নিজ বাড়িতে কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। কিন্তু খামারের ব্যবস্থাপক আলমগীর তাকে মোবাইল ফোনের মাধ্যমে শুক্রবার রাতে জরুরী ভিত্তিতে খামার ও বিল পাহারা দেওয়ার জন্য ডেকে আনে। তিনি আরোও জানান,পাশ্ববর্তী গ্রামের বেশ কয়েকজন তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তার ধারণা,হুমকি দাতারা নিজামকে হত্যা করেছে।
গাংনী থানার ওসি মাছুদুল আলম মেহেরপুর নিউজকে বলেন,নিজাম এলাকার চিন্থিত সন্ত্রাসী। সে আগে চরমপন্থীদলের সক্রিয় সদস্য ছিল। এছাড়াও সে গাংনী থানা পুলিশের সন্ত্রাসীদের তালিকায় ১৯ নম্বরে রয়েছে। তার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলা বিচারাধিন রয়েছে। ৫ বছর ধরে সে জামিনে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন করে আসছিল।
খামার ও বিল মালিক কাওসার আহমেদ মেহেরপুর নিউজকে বলেন,সন্ত্রাসীরা খামারও বিল পাহারা না দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। কথা না শোনায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে থাকতে পারে।
উল্লেখ্য,আজ শনিবার ভোরের দিকে সন্ত্রাসীরা হারদা পাটাপোকা বিল ও খামারের পাহারাদারকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা শেষে পাট জাগের নিচে চাপা দিয়ে রাখে।