তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই গাংনী তহবাজারের চাউলপট্টির শেড ভেঙ্গে নতুন করে দোকান নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন গাংনী উপজেলা প্রশাসন।
বুধবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান এ কাজ বন্ধ করেন। এর আগে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম চাউলপট্টির শেড ভেঙ্গে নতুন দোকান নির্মাণের কাজ শুরু করেন।
জানা গেছে, এক কোটি ১২ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যায়ে ৩০টি পাকা দোকানঘর তৈরী করা হবে মর্মে প্রত্যেক দোকানদারের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে জমা নেওয়ার নির্দেশনা দেন মেয়র আশরাফুল ইসলাম। গত দুই দিন পূর্বে এ নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের সাথে সভাও করেছেন তিনি। সেই মোতাবেক আজ বুধবার সকাল ১০ টার দিকে চাউলপট্টির পুরানো স্থাপনা ভাঙ্গতে শুরু করেন।
এদিকে অবৈধভাবে সরকারী স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে স্থাপনা ভাঙ্গার কাজ বন্ধ করে দেন।
তিনি বলেন, তহবাজারের জমি যেহেতু সরকারের ১ নং খতিয়ানের জমি তাই পৌর মেয়র ইচ্ছা করলেই তিনি স্থাপনা ভেঙ্গে নতুন স্থাপনা তৈরী করতে পারবেন না। এ ক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসক লিখিত অনুমোদন থাকতে হবে। তাছাড়া পৌর এলাকার মধ্যে ওই জমি হওয়ার কারণে তিনি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন মাত্র। নতুন স্থাপনার ক্ষেত্রে তাকে অবশ্যই সরকারী নির্দেশনা অনুসরণ করতে হবে।
চাউলপট্টির কয়েকজন ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন বলেন, পৌর মেয়রকে গত দুইদিন আগে এক সংক্ষিপ্ত সভায় জানানো হয়েছিল কোন ধরণের আইনী জটিলতায় যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু প্রশাসনের পক্ষ থেকে দোকানঘর ভাঙ্গা ও নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন সেহেতু ব্যবসায়ীদের কথা মাথায় রেখে স্থাপনাটি ব্যবসার উপযুক্ত করে দেওয়ার জন্য পৌর মেয়রের প্রতি আহবান জানান তিনি।
মেয়র আশরাফুল ইসলাম জানান, আমার পৌর এলাকার মধ্যে কোন স্থাপনা ভাঙ্গা-গড়ার জন্য জেলা প্রশাসকের অনুমোদনের দরকার পড়েনা, শুধু তাঁকে অবগত করলেই চলে। সে অনুযায়ী তিনি গত বছর জেলা প্রশাসককে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন। যেহেতু স্থাপনা ভাঙ্গা ও নির্মাণ কাজ বন্ধ সেহেতু ব্যবসায়ীরা কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করবেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাততঃ কিছুই করা সম্ভব হচ্ছে না। সমস্যার কোন সমাধান নাই তবে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধান করা হবে বলে মতামত দেন তিনি।