মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
গাজীপুরের কুনাবাড়ি’র নিউ লাইন নামের এক গার্মেন্টেসে কাজ করার সময় বিদ্যুত স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে ফ্যাক্টরির ইলেকট্রিশিয়ান সুইট(৩০)। নিহত সুইটের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে। তার পিতার নাম সুশান্ত সরকার। লাশ ময়নাতদন্ত শেষে মেহেরপুরের উর্দ্দ্যেশে রওয়ানা দিয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়,মেহেরপুরের ছেলে সুইট নিউ লাইন গার্মেন্টেসে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিল। আজ রোববার সকালে অফিসে কাজ করতে গিয়ে সে বিদ্যুত স্পষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
