মেহেরপুর নিউজ:
পূর্ব শত্রুতার জের ধরে দিতি (৩০) নামক এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে। আহত দিতি গাডাডোব গ্রামের বকুলের স্ত্রী।
জানা গেছে ঘটনার সময় দিতি বাজার করে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা সিরাজের ছেলে রবু, তার ছেলে আশিক সহ কয়েকজন মিলে দিতিকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার চিৎকার আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে দিতিকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারুল হাসপাতালে রেফাড করা হয়।