মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর কবরস্থানের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করায় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। মঙ্গলবার বিকালের দিকে কবরস্থানের সামনে গোভীপুর গ্রামের কয়েকশো সর্ব শ্রেণি-পেশার মানুষ সেখানে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান এবং গোভিপুর কবরস্থান কমিটির সভাপতি শাহা জামানা বলেন, গোভিপুর কবরস্থানের উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য বর্তমান কমিটির নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন । এ সকল উন্নয়নের লক্ষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কবরস্থানের কিছু গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে ওই গাছ ক্রয় করতে না পেরে গোভিপুর গ্রামের আফসার আলীর ছেলে আসানুর রহমান গোপাল, পথকুড়োর ছেলে নাসির উদ্দিন, মোসলেম আলী ছেলে রফিকুল ইসলাম, আয়োব আলীর ছেলে মুসাদ আলীসহ কতিপয় ব্যাক্তিরা উন্নয়ন কাজে বাধা সহ বিভিন্ন প্রোপাগান্ডা রটিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে গ্রামবাসী সোচ্চার হয়ে প্রতিবাদ জানান।