মেহেরপুর নিউজ,১২ মার্চ:
মেহেরপুর জেলা ইটভাঙা সমিতির উদ্যোগে সদর উপজেলার গোভীপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত মনোয়ার হোসেনকে পূনর্বাসন করা হয়েছে।
রবিবার রাতে সদর গোভীপুর গ্রামে তাকে মুদি দোকান করেদিয়ে পূনর্বাস করা হয়। সমিতির সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে অনুণ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মাসুম পারভেজ, ইউপি সদস্য ইমরান হোসেন, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলম আবুল। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। এরআগে প্রধান অতিথি ফিতা কেটে তার দোকানের শুভ সুচনা করেন।