মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় গোভীপুর ভৈরব ক্লাবে ৮৮ রানে হরিরামপুর একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে । দলের পক্ষে আব্দুল্লাহ ৭৬ রান করে। হরিরামপুর একাদশের পক্ষে মিঠুন ২টি উইকেট দখল করেন।
জরাবে খেলতে নেমে হরিরামপুর একাদশ ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬১রান সংগ্রহ করে । দলের পক্ষে নাজমুল ১২ রান করেন। গোভীপুর ভৈরব ক্লাবের রাফি ৩ টি উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের আব্দুল্লাহ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। ভৈরব ক্লাবের সদস্য জাহাঙ্গীর, জাকির,জনি উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।