মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ফুটবল টুর্নামেন্টে রাজনগর পাবলিক ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত খেলায় রাজনগর পাবলিক ক্লাব ২-০ গোলে ঝাঁঝা টাইগার ক্লাব কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় হোসাইন এবং খেলা শেষ হওয়ার এক মিনিট আগে সোহেল গোল করেন। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক মতিয়ার রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর ও আলমগীর হোসেন লালটু।
খেলা শেষে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, সাবেক ফুটবলার সেলিম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।