মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ফুটবল টুর্নামেন্টে বালিয়াঘাট একাদশ জয়লাভ করেছে। শুক্রবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালিয়ারঘাট টাইব্রেকারে (১-১) ৪-৩ গোলে বলিয়ারপুর একাদশকে পরাজিত করে।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে শেষ হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়াই। খেলার দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় মোবারক গোল করে বালিয়াঘাট দলকে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড পূর্বে বলিয়ারপুর এর বদলী খেলোয়াড় কাজু ফ্রি কিক থেকে গোল করে খেলায় সমতা ফেরান।
সেন্টার থেকে খেলা শুরু হওয়ার পর পরই খেলা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। স্পর্ট কিকে বালিয়াঘাটের বিপ্লব, হৃদয়, সুরুজ ও মোবারক একটি করে গোল করেন। বলিয়ারপুর এর পক্ষে জাহিদ, রাসেল এবং কাজু খেলায় বলিয়ারপুর দলের কাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর ও আলমগীর হোসেন লালটু। খেলা শেষে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, সাবেক ফুটবলার সেলিম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।