মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ফুটবল টুর্নামেন্টে তারাগুনিয়া মহামেডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে।
শনিবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত খেলায় তারাগুনিয়া মহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে নতুন দরবেশপুর অনুরাধা আদর্শ ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ৮ মিনিটে অনুরাগ আদর্শ ক্লাবের পক্ষের নাসিম গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার এক মিনিটের মাথায় ইমরান গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রাকিব এবং ২৩ মিনিটে বদলি খেলোয়াড় মাসুম গোল করে দলকে ৩-১ গোলে জয়লাভ করিয়ে মাঠ ছাড়েন। খেলায় বিজয়ীবদলের রাকিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর ও নবাব ।
খেলা শেষে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, সাবেক ফুটবলার সেলিম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।