মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ফেব্রুয়ারী:
জামায়াত ইসলামের ডাকা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কারনে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পরে। ফলে আটকা পরে শতশত যানবাহন। মনে হচ্ছিল যেন মেহেরপুর যানজটের শহরে পরিনত হয়েছে। পরে মিছিল শেষ হলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে । তবে জামায়াতের ডাকা এ বিক্ষোভ মিছিল দেখে শহরের অনেকেই মন্তব্য করে বলেন বিগত ৪ বছরে এরকম মিছিল আর দেখা যায়নি।
আজ সোমবার বিকাল ৪ টার আগে মিছিল ও সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন স্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল আকারে মেহেরপুর শহীদ সামসুজ্ঝোহা পার্কে এসে জড়ো হতে থাকে সংগঠনের নেতা কর্মীরা। কানায় কানায় পূর্ন হয়ে যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক। পরে বিকাল ৪টায় সেখানে সমাবশে শুরু হয়।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হলে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে।
