মেহেরপুর নিউজ:
চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে আমদাহ ইউনিয়নের মহিলা মেম্বর কোহিনুর বেগম মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
কোহিনুর বেগম মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বর্তমান মেম্বর। তিনি আশরাফপুর গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী।
জানা গেছে বৃহস্পতিবার সকালের দিকে কোহিনুর বেগম অপর সদস্য ফিরাতুল ইসলামের মোটরসাইকেলযোগে আশরাফপুর থেকে মেহেরপুর আসার পথে পথিমধ্যে মোটরসাইকেলর পিছন থেকে ছিটকে পড়ে যায়।
এসময় কোহিনুর বেগম গুরুতর আহত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। দুপুরের দিকে কোহিনুর বেগমের মৃত্যু হয় সন্ধ্যায় লাশ তার গ্রামের বাড়ি পৌঁছায়।