নিজস্ব প্রতিনিধি:
চার দিনের সরকারী সফর শেষে ঢাকার উদ্দ্যেশে মেহেরপুর ত্যাগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রবিবার বিকালে তিনি মেহেরপুর ত্যাগ করেন। এর আগে মেহেরপুর সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহন করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম সার্কিট হাউজে উপস্থিত ছিলেন।